ইসলামের ইতিহাসে প্রথম বিশ্ববিদ্যালয় ‘আল জয়তুন মসজিদ’

ইসলামের ইতিহাসে প্রথম বিশ্ববিদ্যালয় ‘আল জয়তুন মসজিদ’

অনলাইন ডেস্ক

ছবিতে দেখা মসজিদটি তিউনেশিয়ার আল জয়তুন মসজিদ। এটি একটি ঐতিহাসিক মসজিদ।

এই মসজিদটি নির্মাণ করা হয় ৭০৯ খ্রিষ্টাব্দে। এটি তিউনিশিয়ার একটি প্রধান মসজিদ।

একই সঙ্গে এই মসজিদটি তিউনিসিয়ার রাজধানীতে অবস্থিত একটি প্রাচীনতম মসজিদ।

মসজিদটি বেলেপাথর, মার্বেল, কাঠ, স্টুকো, সিসা, ও ইট দ্বার নির্মিত। এই মসজিদের প্রবেশের জন্য রয়েছে নয়টি দরজা। মসজিদটি প্রায় ৫ হাজার বর্গ মিটার (১.২ একর) এলাকা জুড়ে অবস্থিত।

এই মসজিদটি ইসলামের ইতিহাসে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে পরিচিত। অনেক মুসলিম পণ্ডিতরা এক হাজার বছর ধরে আল-জায়েতুনা হতে স্নাতক ডিগ্রি লাভ করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর