লালমনিরহাটে লকডাউনে থাকা বাড়ির এক শিশুর মৃত্যু

লালমনিরহাটে লকডাউনে থাকা বাড়ির এক শিশুর মৃত্যু

রেজাউল করিম মানিক, রংপুর

লালমনিরহাট শহরের বানভাসা মোড় এলাকায় লকডাউনে থাকা একটি বাড়িতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, লকডাউনের কারণে শিশুটিকে সময় মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।

শিশুটির নানা জিল্লুর রহমান জানান, অ্যাম্বুলেন্স ডেকে শিশুটিকে নিয়ে হাসপাতালের দিকে যেতেই পথে শিশুটি মারা যায়।

এসময় তিনি আরো জানান, ঢাকা থেকে কয়েকজন আত্মীয় আসায় গত ২৯ এপ্রিল স্থানীয় পৌর কাউন্সিলর মুকুল হোসেন তার বাড়ি লকডাউন করে দেন।

ঢাকার স্বজনরা চলে গেলেও তার বাড়িতে মেয়ে, মেয়ে জামাই ও তাদের শিশু সন্তান থেকে যায়।

জিল্লুর রহমান অভিযোগ করেন, শিশুটি জন্মের পর থেকে শ্বাসকষ্ট রোগে ভুগছিল। গতকাল মঙ্গলবার শিশুটি খুব অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তারা লকডাউনে থাকার কারণে শিশুটিকে সময়মতো হাসপাতালে নিতে পারেননি। কাউন্সিলরকে অনেকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

তবে ফোনের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন ,আমার ফোনে কোনো কল আসেনি। এলাকার সবার স্বার্থে পরিবারটিকে লকডাউনে রাখা হয়েছে। বিষয়টি প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানে বলেও জানান তিনি।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানিয়েছেন, শিশুটি করোনা আক্রান্ত ছিল কিনা সেটি শনাক্তে শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর