রাঙামাটিতে আগুনে ১৯ বসতঘর পুড়ে ছাই

রাঙামাটিতে আগুনে ১৯ বসতঘর পুড়ে ছাই

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ৮ টার শহরের রিজার্ভ মুখ এলাকায় এ ঘটনা ঘটে। রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে রাঙামাটি ফায়ার সার্ভিসের ধারণা।

এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি রিজার্ভ এলাকার পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলামের ভাড়াটিয়া বাসায় একটি রান্না ঘরের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেও মধ্যে আগুন ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন দেখে দ্রুত ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় স্থানীয় ফায়ার সার্ভিসকে।

পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহায়তায় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এর আগে আগুনে ওই এলাকায় প্রায় ১৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে খুব বেশি সময় লাগেনি। এসময় স্থানীয়দের নিরাপদে সরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর