চলচ্চিত্র অভিনেতা রানা হামিদ মারা গেছেন

চলচ্চিত্র অভিনেতা রানা হামিদ মারা গেছেন

অনলাইন ডেস্ক

‘গ্যাং লিডার’ খ্যাত চলচ্চিত্র অভিনেতা রানা হামিদ মারা গেছেন। কিডনি জনিত রোগ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

নব্বই দশকে একাধিক ছবিতে কাজ করে পরিচিতি পাওয়া এ অভিনেতার পৈতৃক বাড়ি নেত্রকোনা সদরে। তার দাফন হবে সেখানেই।

রাতেই মরদেহ সেখানে নেওয়া হচ্ছে। রবিবার দাফন সম্পন্ন হবে।

শুধু চলচ্চিত্রে অভিনয় নয়, প্রযোজক ও পরিচালক ছিলেন রানা হামিদ। তিনি বর্তমানে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন।

প্রযোজক নেতা কিবরিয়া লিপু বলেন, ৯০ থেকে ২০০০ এই ১০ বছরে রানা হামিদ ১০টির মতো ছবিতে কাজ করেছিলেন। ছবিগুলো ছিল তার নিজের প্রোডাকশনের।
 
রানা হামিদ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) পরিচালকের দায়িত্বও পালন করেছেন; বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যও ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য ছিলেন।

নিউজ টোয়েন্টিফোর/কামরুল