চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষ

চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

ভারত এবং চীনের সেনাদের মধ্যে তর্কবিতর্ক ও শারীরিকভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু পক্ষের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে।

ভারতীয় বাহিনীর তথ্য মতে- শনিবার সিকিম সীমান্তের নাকুলা সেক্টরে অন্তত ১৫০ জন সেনা উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়।

সংঘর্ষে দুপক্ষ একে অপরের প্রতি পাথর ছোঁড়ে এবং কোথাও কোথাও হাতাহাতি ও ঘুষি মারামারি হয়েছে।

এতে দু'পক্ষের বেশ কয়েকজন সেনা সামান্য পর্যায়ের আহত হয়।

ভারতীয় সামরিক বাহিনীর ইস্টার্ন কমান্ডের মুখপাত্র মানদ্বীপ হুদা এসব তথ্য জানিয়েছেন। পরে স্থানীয় পর্যায়ে দুপক্ষ আলোচনায় বসে এবং সমস্যার সমাধান হয়।

এদিকে, গতকাল লাদাখ সীমান্তে ভারত এবং চীনা সেনাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

এর আগেও বহুবার সীমান্তে ভারত এবং চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ২০১৭ সালে লাদাখ সীমান্তে বড় রকমের সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষের জের ধরে সীমান্তে দুই মাস অচল অবস্থা বিরাজমান ছিল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর