ব্রিটেনে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

ব্রিটেনে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

আ স ম মাসুম, যুক্তরাজ্য থেকে

ব্রিটেনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ২১০ জনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার ছিল ২৬৯ জন। মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৫ জন।

এই সংখ্যা গত ৬ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৭৭ জন। গতকাল রোববার বলা হয়েছিল এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৯২৩ জন।

শনিবার বলা হয়েছিল এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৮৯৬, শুক্রবার ৪ হাজার ৬৪৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৬০ জন।

বিবিসি জানিয়েছে- গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২০৯ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫, ওয়েলসে ৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ২১৯ জন। এই হিসেব শুধু হাসপাতালে মৃতের সংখ্যা। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেওয়া হিসেবই সরকারিভাবে গ্রহণযোগ্য।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর