পাঁচ স্তরের কোভিড-১৯ সতর্কতা চালু করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পাঁচ স্তরের কোভিড-১৯ সতর্কতা চালু করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য প্রতিনিধি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে পাঁচ স্তরের কোভিড-১৯ সতর্কতা ব্যবস্থা চালু করতে পারেন। প্রথম স্তরে সবুজ থেকে শুরু করে পঞ্চম স্তরে লাল রঙের সতর্ক সংকেত দিয়ে বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের ঝুঁকির মাত্রা বোঝানো হবে। যাতে সরকার ঝুঁকি বুঝে প্রয়োজন মতো কোনো জায়গায় কড়াকড়ির পদক্ষেপ নিতে পারে।

যুক্তরাজ্যে ধীরে ধীরে লকডাউন শিথিলের সরকারি পরিকল্পনা নিয়ে রোববার সন্ধ্যায় টিভি-তে ভাষণ দেওয়ার কথা রয়েছে জনসনের।

সে সময়ই তিনি এ সতর্কতা ব্যবস্থার কথা ঘোষণা করবেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

প্রাথমিকভাবে কেবল ইংল্যান্ডে এ ব্যবস্থা চালু হবে। পরে তা যুক্তরাজ্যজুড়ে চালু করার পরিকল্পনা আছে সরকারের। লকডাউন শিথিলের সময় রঙ দিয়ে বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের বেশি বা কম ঝুঁকির মাত্রা বোঝানোর এমন সতর্কতা ব্যবস্থা ফ্রান্স, ভারতসহ আরো অনেক দেশই নিয়েছে।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৩১ হাজার ৫৮৭ জনের। এদিক থেকে দেশটির অবস্থান যুক্তরাষ্ট্রের পরই।

ব্রিটিশ পরিবহনমন্ত্রী বলেছেন, লকডাউনে খুব বেশি কিছু পরিবর্তন আনা হবে না।

গণমাধ্যমগুলো বলছে, ‘ঘরে থাকুন’ এর পরিবর্তে হয়ত বলা হবে ‘সতর্ক থাকুন’। কিছু কিছু মানুষ কাজে ফিরবে, চালু হবে কিছু কারখানা। মানুষ ব্যায়ামের জন্য একবারের বেশি বাইরে বেরোতে পারবে। তবে সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে সজাগ থেকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর