প্রখ্যাত আবৃত্তিশিল্পী তারিক সালাহউদ্দিন আর নেই

প্রখ্যাত আবৃত্তিশিল্পী তারিক সালাহউদ্দিন আর নেই

অনলাইন ডেস্ক

দেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী তারিক সালাহউদ্দিন মাহমুদ আর নেই। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় তিনি ময়মনসিংহের ঈশান চক্রবর্তী রোডের তার ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

কন্যা চারু অরণী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বাবার মৃত্যু কথা জানান।

কিছুদিন ধরে ব্রেইনে ইনফেকশনে ভুগছেন। এছাড়াও কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন।

আবৃত্তিশিল্পী তারিক সালাহউদ্দিন মাহমুদের জন্ম টাঙ্গাইলে, ১৯৪১ সালের ১৪ অক্টোবর।

পেশায় শিক্ষক ছিলেন। কলেজ ও স্কুলে শিক্ষকতা করেছেন।

এর বাইরে তিনি নন্দিত আবৃত্তিশিল্পী ও আবৃত্তি গবেষক হিসেবে সারা দেশে খ্যাতি অর্জন করেছিলেন। দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে তিনি আবৃত্তি গবেষণায় নিয়জিত ছিলেন। আবৃত্তির ওপর দুটি বই আছে তাঁর একটি ‘আবৃত্তিলোক’ অপরটি ‘বস্তুবাদী আবৃত্তিতত্ত্ব’।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল