কুয়েতে করোনা শনাক্ত দশ হাজার ছাড়াল, মৃত্যু ৭২

কুয়েতে করোনা শনাক্ত দশ হাজার ছাড়াল, মৃত্যু ৭২

কুয়েত প্রতিনিধি

কুয়েতে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আজ ১২ মে ২০২০ মঙ্গলবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে- গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে বিভিন্ন দেশের ৯৯১ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১৮ জন বাংলাদেশি, ৩০০ জন ইন্ডিয়ান, ২২২ জন মিসরীয়, ১৩৮ জন কুয়েতি নাগরিক এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

কুয়েতে আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ১০২৭৭ জনে।

আজ সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে বিভিন্ন দেশের মোট মৃত্যু হয়েছে ৭২ জনের। মৃত্যুবরণকারী কোনো দেশের নাগরিক পূর্বে পরিচয় দিলেও গত কয়েক দিন থেকে শুধু মৃতের সংখ্যাই বলা হচ্ছে।

এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩১০১ জন, চিকিত্সাধীন অবস্থায় রয়েছে ৭১০১ জন।

তাদের মধ্যে ১৫৮ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন।  

গত কয়েক দিন থেকে করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় প্রতিদিনই হাজারের কাছাকাছি থাকছে। গতকাল থেকে দেশটিতে চব্বিশ ঘণ্টা জরুরি অবস্থা চলছে।

সর্বশেষ খবর অনুযায়ী কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সঠিক তথ্য জানা না গেলেও ধারণা করা হয়েছে এরই মধ্যে হাজার ছাড়িয়ে গেছে।

সূত্র- আরব টাইমস

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর