করোনা উপসর্গ নিয়ে কলারোয়ায় নারীর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে কলারোয়ায় নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:

কলারোয়ায় করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার সালেহা (৬০) নামের এক নারী  কলারোয়া হাসপাতালে এসে ভর্তি না হয়ে ফিরে গেলেন পরবর্তীতে বিকালে  তার মৃত্যু হয়।  

শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে সাতক্ষীরা মেডিকেল না গিয়ে বাড়িতে চলে যাওয়ার পর কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সালেহা (৬০) নামের ওই নারী মৃত্যু হয়েছে।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার  ডা. শফিকুল ইসলাম জানান, 'মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন বোয়ালিয়া গ্রামের  ভ্যান চালক বাবর আলীর স্ত্রী সালেহা। রোগীর অবস্থা খুব একটা ভাল না হওয়ার কারণে দূরত্ব তাকে হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে জেলার করোনার জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

'

এদিকে ওই নারীর মৃত্যুর সংবাদ শুনে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা. জিয়াউর রহমান  বলেন 'মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। '

তিনি আরও বলেন, রোগী ১২বছর যাবত ব্রেন টিউমারে ভুগছিলেন বলে তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি ।

নিউজ টোয়েন্টিফোর/কামরুল