চট্টগ্রামে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

চট্টগ্রামে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন এবং করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। তারা দুই জনই বুধবার মারা যান। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হোসেন মুরাদ জ্বরে আক্রান্ত হয়ে করোনা উপসর্গ নিয়ে নিজ বাসায় মারা যান।

গত তিন দিন আগে নমুনা সংগ্রহ করা হলেও পাওয়া যায়নি।

তাছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়।   

জানা যায়, হোসেন মুরাদ চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত কাউন্সিলর প্রার্থী ছিলেন। এছাড়াও তিনি ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ 

মান্নান বলেন, মুরাদ ভাইয়ের ভাড়া বাসার এক বাসিন্দার করোনা শনাক্ত হওয়ায় তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার শরীরের নমুনাও সংগ্রহ করা হয়েছিল।

কিন্তু তার রিপোর্ট আসেনি। গত দুই দিন তার মারাত্মক জ্বর ছিল। আজ বুধবার সকাল থেকে তার শ্বাসকষ্টও বেড়ে যায়। সকালে মুন্সিপাড়ার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিভিল সার্জন কার্যালয়ের টিম হোসেন মুরাদের লাশ দাফনের ব্যবস্থা গ্রহণ করছে।

অন্যদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে মারা যাওয়া রোগী পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকার বাসিন্দা। গত ৯ মে নগরীর পার্কভিউ হাসপাতাল থেকে করোনা পজিটিভ হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর মারা যান।

জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, ‘৭৬ বছর বয়সী এ রোগী গত ৯ মে জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি স্ট্রোক করে পার্কভিউ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ডায়াবেটিস ও করোনাসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়। ’

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘একজন করোনা আক্রান্ত ও অপরজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। তবে সতর্কতা বিবেচনায় দুই রোগীকেই নিয়ম অনুযায়ী দাফন কাজ সম্পন্ন করা হবে। ’

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল