উপজেলা ভাইস চেয়ারম্যানের স্ত্রী ছেলে-মেয়ে সহ ৭ জনের করোনা শনাক্ত

উপজেলা ভাইস চেয়ারম্যানের স্ত্রী ছেলে-মেয়ে সহ ৭ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তার স্ত্রী, এক ছেলে ও ৭ বছর বয়সের এক মেয়ের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলা সদরের একজনসহ আরও তিনজনের করোনা ধরা পড়ে বলে জানা গেছে।

ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ছয়জন ছাগলনাইয়া উপজেলার ও একজন ফেনী সদর উপজেলার।

এনিয়ে ফেনীতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৬ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তার স্ত্রী, এক ছেলে ও ৭ বছর বয়সের এক মেয়ে শিশু রয়েছে। একজন ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের বাসিন্দা। অপরজন ফেনী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী।

তার বাড়ি শহরের সুলতানপুরে।

ফেনী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ এবং এক কন্যা শিশুসহ পাঁচজন নারী। বুধবার পর্যন্ত ফেনীতে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮৯ জনের। ফলাফল পাওয়া গেছে ৫৭৩ জনের।   এই পর্যন্ত মোট ৩জন সুস্থ হয়েছেন।   আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলার ৯জন, দাগনভূঞার ৫জন, ফুলগাজীর ২জন, ছাগলনাইয়ার ৭জন, সোনাগাজীর ২জন ও অনান্য ১জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর