চাল চুরির সাজা এক বছর কারাদণ্ড

চাল চুরির সাজা এক বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি ১৮ বস্তা চালসহ আটক এক নারী ইউপি সদস্যকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার বিকেলে উপজেলার চরইসলামপুর গ্রামে নিলুফা আক্তার নামে ওই নারী ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, ইউপি সদস্য নিলুফা নিজ ঘরে আত্মসাতের উদ্দেশ্যে সরকারি চাল মজুদ করে রেখেছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) মাধ্যমে এ তথ্য পেয়ে বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় নিলুফার ঘর থেকে ১৮ বস্তা (৩০ কেজি বস্তা) সরকারি চাল জব্দ করা হয়।

তার সাজার ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, অসৎ উদ্দেশ্যে ইউপি সদস্য তার বাড়িতে সরকারি চাল মজুদ রেখেছিলেন। সেজন্য তাকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর