ফোরজি মোবাইলের মূল্য কত?

সংগৃহীত ছবি

ফোরজি মোবাইলের মূল্য কত?

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

থ্রিজি ও ফোরজি হ্যানসেটে মূল্যের পার্থক্য এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা। এমনটিই বলেছেন বাংলাদেশ মোবাইলফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) সাবেক সাধারণ সম্পাদক ও ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক।  

তিনি বলেন, দেশে যেহেতু এখনো ফোরজি নেটওয়ার্ক চালু হয়নি, তাই একজন ক্রেতা এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকার বেশি খরচ করে ফোরজি সক্ষমতার সেট কেনেন না। ফলে দেশের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি হ্যান্ডসেট আমদানিকারকরাও ফোরজি হ্যান্ডসেট খুব বেশি একটা এই দেশে এখনো আনে না।

ফলে ফোরজি হ্যান্ডসেটের বাজার এখনো তৈরি হয়নি।  

প্রতিবেশী দেশ ভারতে ফিচার ফোনে ফোরজি কানেকটিভিটি সুবিধা এনেছে এ প্রসঙ্গে তিনি বলেন, ফিচার ফোনে ফোরজি আনা সম্ভব। তবে তার জন্য সাধারণ ফিচার ফোনের তুলনায় ৭০০-৮০০ টাকা বেশি গুনতে হবে। তাহলে সাধারণ ব্যবহারকারীরা এই ফিচার ফোন কেন কিনবে? 

সম্পর্কিত খবর