চীনে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা
জিলিন শহরে এবার লকডাউন

চীনে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা

অনলাইন ডেস্ক

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় শহরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ জন। ফলে সব ধরনের যান চলাচল ও স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটি।  

স্থানীয়ভাবে সেখানে করোনা সংক্রমণের শঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে নগর কর্তৃপক্ষ। ফলে দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়িয়ে পড়লো চীনে।

খবর এএফপি’র।

নতুন করে কোভিড-১৯ ছড়িয়ে পড়া চীনের জিলিনের বাসিন্দা ৪০ লাখেরও বেশি। করোনা ছড়িয়ে পড়ার কারণে বুধবার থেকে সেখানে বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে।  

শুধু সেসব বাসিন্দারাই শহর ছেড়ে অন্যত্র যেতে পারবেন, যাদের বিগত ৪৮ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পরীক্ষায় ফল আসবে নেগেটিভ।

কঠোর আইসোলেশনেও থাকতে হবে তাদের।

প্রাদেশিক সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, সব ধরনের সিনেমা হল, ইনডোর জিমনেশিয়াম, ইন্টারনেট ক্যাফে এবং অন্যান্য বিনোদন কেন্দ্র ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করতে হবে। তবে জ্বর ও অ্যান্টিভাইরালের মতো আরও কিছু জরুরি ওষুধ কেনার জন্য ফার্মেসিগুলো খোলা থাকবে।

জিলিন প্রদেশের রাজধানী শহর হল জিলিন। শহরটির সঙ্গে প্রতিবেশি রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্ত সংযোগ রয়েছে।

নিউজ টোয়েন্টিফোর/কামরুল