করোনার উপসর্গ নিয়ে চিকিৎসক আইসিইউতে

করোনার উপসর্গ নিয়ে চিকিৎসক আইসিইউতে

অনলাইন ডেস্ক

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে আইসিইউতে নেওয়া হয়েছে। তার করোনা উপসর্গ দেখা দেওয়ায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়।

শনিবার (১৬ মে) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই চিকিৎসকের অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার ওই চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে। শনিবার আবার তার নমুনা পরীক্ষা করা হবে।

জানা গেছে, ওই চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা।

গত ১৪ মে বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১৬ জন, সুনামগঞ্জে ৬৮ জন, হবিগঞ্জে ১১৮ জন ও মৌলভীবাজার জেলায় ৫৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৯ জন।

হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন। এছাড়া সিলেট বিভাগে মোট কোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে ৫৭ জনকে। ১২১ জনকে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর