সেকেন্ড হোম ভিসায় মালয়েশিয়া প্রবেশে অনুমতি

সেকেন্ড হোম ভিসায় মালয়েশিয়া প্রবেশে অনুমতি

শাহাদাত হোসেন মালয়েশিয়া থেকে

করোনা ভাইরাস মোকাবেলায় মালয়েশিয়া সরকারের নেওয়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) এর মধ্যে সেকেন্ড হোম এর ভিসায় বিভিন্ন দেশে আটকে পড়াদের দেশটিতে ঢুকতে অনুমতি দিয়েছে কুয়ালালামপুর।

দেশটির সংস্কৃতি মন্ত্রী ন্যান্সি শুকরি এক ঘোষণায় বলেন, ১৭ই মে থেকে সেকেন্ড হোম এর ভিসা আছে তারা এবং তাদের পরিবারের সদস্যরা যারা ডিপেন্ডেবল ভিসায় আছে তারা মালয়েশিয়ায় ফিরতে পারবে।

তবে যারা ফিরবেন তাদেরকে অবশ্যই সরকার নির্ধারিত স্থানে ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে। কোয়ারাইন্টিনে থাকা অবস্থায় যাবতীয় খরচও তাদেরকে বহন করতে হবে।

এছাড়া কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর এমসিও মেনে তাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মালয়েশিয়া সরকারের তথ্য মতে, ১৮ মার্চ থেকে এমসিও ঘোষণার পর বিভিন্ন দেশে আটকে আছেন ২৫৩ জন সেকেন্ডহোমধারী।

দেশটিতে মালয়েশিয়ান নাগরিক ছাড়া অন্য কাউকে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার

তবে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ অনেকটা শিথিল করলেও দেশটি থেকে ছুটিতে থাকা কয়েক হাজার বাংলাদেশি সহ বিভিন্ন দেশের কর্মীর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর