নরসিংদীতে করোনা রোগীর লাশ সৎকার করলো প্রশাসন

নরসিংদীতে করোনা রোগীর লাশ সৎকার করলো প্রশাসন

মো. হৃদয় খান, নরসিংদী:

বলরাম দাস। বয়স ৪৫ বছর। নরসিংদীর বৌয়াকুড় এলাকার বাসিন্দা। পেশায় ক্ষুদ্রব্যবসায়ী।

প্রায় ৮-১০ দিন থেকে জ্বরে, সর্দি-কাশিতে আক্রান্ত।  

১৬ তারিখে ডায়রিয়া শুরু হয়। কিন্তু করোনা সংকটের এ সময়ে তিনি অসুস্থের তথ্য গোপন করেন। পরে গতকাল রাত ১০ টার দিকে শ্বাসকষ্ট শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই সে মৃত্যুবরণ করেন।

মৃত্যুর খবর জানাজানি হওয়ার সাথে সাথেই নিকটজন ও প্রতিবেশিরা ভয়ে কাছে আসেনি। এমনকি দাহ করার জন্য লোকও পাওয়া কষ্টকর হয়ে পড়ে।

এ সংবাদ পাওয়ার সাথে সাথে করোনা ভাইরাস প্রতিরোধে কুইক রেসপন্স টিম তরিৎ স্বাস্থ্যবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করেন।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে কুইক রেসপন্স টিমের আহবায়ক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে বলরাম দাসের সৎকারের ব্যবস্থা করা হয়।

মো. শাহ আলম মিয়া নিজে উপস্থিত থেকে রাত ১১ টা ৩০ থেকে ৩ টা ৩০ পর্যন্ত চলমান দাহকার্যক্রম পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশের ২ জন প্রতিনিধি, ২ জন সাংবাদিক ও ওই ব্যক্তির এক প্রতিবেশি উপস্থিত ছিলেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল