করোনা পরীক্ষার নামে প্রতারণা, জরিমানা

করোনা পরীক্ষার নামে প্রতারণা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ‘করোনা উপসর্গ নেই’ সনদ প্রদানের নামে প্রতারনার অভিযোগে হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী আরিফুল ইসলামকে জরিমানা করা হয়েছে। রোববার ভ্রাম্যমাণ

আদালতে তাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি যশোর অভয়নগর এলাকার আফজাল মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, খুলনার রেলওয়ের প্রায় ৬০ জন কর্মচারী ‘করোনা উপসর্গ নেই’ সনদ নিতে হাসপাতালে এলে ফ্লু কর্নারের সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা আরিফুল ইসলাম এদের প্রত্যেকের নিকট থেকে
একশ’ টাকা হারে আদায় করে।

বিষয়টি জানাজানি হলে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৭ হাজার টাকা জরিমানা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এই দণ্ড প্রদান করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)


ঝিনাইদহে ৬ চিকিৎসকসহ ১৫ জন করোনা মুক্ত


ঝিনাইদহে ৬ চিকিৎসকসহ ১৫ জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার সকালে শহরের কেভিট-১৯ হাসপাতালে অনুষ্ঠানের মাধ্যমে করোনা মুক্ত ঘোষণা করা হয়। এরপর করোনা মুক্তদের হাতে সার্টিফিকেট, ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা প্রমূখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)