হাঁটলেই চার্জ হবে মোবাইল!

সংগৃহীত ছবি

হাঁটলেই চার্জ হবে মোবাইল!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জুতো পরে হাঁটলেই চার্জ হবে মোবাইল ফোন। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন যন্ত্র। যা মানুযের চলাফেরার শক্তিকে বিদ্যুতে রুপান্তরিত করে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫র' ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টম ক্রুপেনকিন এই বিষয়ে এক নিবন্ধতে বলেন, মানুষের চলাফেরার সময় দেহজাত তাপ উৎপন্ন হয়।

সেই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎও উপাদন করা যায়। এই গবেষণায় তাঁর সহকারী ছিলেন জে অ্যাশলি টেলর।  

নানা পরীক্ষার পর অবশেষে তিনি এক ধরনের জুতো আবিষ্কার করেন। যা পরে হাঁটলে বিদ্যুত তৈরি হবে।

সেই বিদ্যুৎকে কাজে লাগিয়ে মোবাইল, ল্যাপটপে চার্জ দেওয়া যাবে।

শক্তি-উৎপাদক এই জুতো সামরিক বাহিনীতে বিশেষ উপযোগী। কারণ, সৈন্যরা ফ্ল্যাশলাইট জ্বালাতে পারবেন, তাঁদের রেডিও, নাইট ভিশন গগ্‌লস ইত্যাদি রিচার্জ করতে পারবেন।

টম জানান, এই যান্ত্রিক জুতো পরে চলাফেরা করলে প্রায় ১০ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। অর্থাৎ দুটি জুতো একত্রে প্রায় ২০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। যা মোবাইল চার্জ দেওয়ার জন্য যথেষ্ট। এই বিশেষ জুতোর সোলে একটি শক্তি উৎপাদক যন্ত্র এবং ব্যাটারি-সহ অন্যান্য বৈদ্যুতিক উপাদান রয়েছে। আছে দুটি প্লেটও, যারা এক ধরনের তরলের মাধ্যমে পরস্পরের থেকে পৃথক থাকে। নিচের প্লেটে অসংখ্য ছিদ্র থাকে। যা মানুষের হাঁটার সময় এক ধরনের চাপের সৃষ্টি করে। যার জন্য উৎপন্ন তাপশক্তি বিদ্যুতে রূপান্তরিত হয়।  

সম্পর্কিত খবর