জাতীয় ঐকমত্য কমিশন সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করেছে, তা নিয়ে বিরোধিতা করেছে বিএনপি। এটা সমুচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২৩ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলের মতামত জমা দেওয়ার পর ব্রিফিংয়ে তিনি এসব জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নয়। তিনি আরও জানান, গণপ্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র রাখার কোনো যৌক্তিকতা নেই এবং দেশে গণতন্ত্রের চরিত্র হারিয়ে গেছে, তাই সংবিধান সংশোধন প্রয়োজন। তবে গণপরিষদ ভোটের প্রয়োজনীয়তা তারা দেখতে পাচ্ছে না বিএনপি। বিচার বিভাগের সুপারিশগুলোর প্রায় সবগুলোতে তারা একমত। এছাড়া, বিএনপি ইসির দায়বদ্ধতা সংসদীয় কমিটির হাতে রাখার বিপক্ষে মত প্রকাশ করেছে। সালাহউদ্দিন...
একাত্তরের সাথে চব্বিশকে এক কাতারে রাখা সমুচিত নয়: বিএনপি
নিজস্ব প্রতিবেদক
ঈদে ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন না যারা
নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরের পর সাপ্তাহিক ছুটির আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) নির্বাহী আদেশে আরও একদিন সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এই ছুটি পাচ্ছেন না সব সরকারি প্রতিষ্ঠান। জরুরিসেবার জন্য কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে ৩ এপ্রিল। আজ রোববার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করল। ছুটিকালীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন।...
ঢাকাসহ বৃষ্টিতে ভিজবে তিন বিভাগের মানুষ
অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আজ রোববার (২৩ মার্চ) আবহাওয়ার পূর্ভাবাসে তথ্যটি জানানো হয়। আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য...
ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের ছুটি নির্বাহী আদেশে আরও একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রোববার (২৩ মার্চ) এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করল। ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন। আরও পড়ুন নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ল আরও একদিন ২০ মার্চ, ২০২৫ হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির...