বাগেরহাটে আরো দুজনের করোনা শনাক্ত

বাগেরহাটে আরো দুজনের করোনা শনাক্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলায় আরো দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন দুজনই গত ১৬ মে ঢাকা ও চট্টগ্রাম থেকে নিজ এলাকায় আসেন। পরে নমুনা পরীক্ষায় পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

শনাক্তরা হলেন- ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার শেখ আব্দুল মান্নানের ছেলে ফরহাদ শেখ (২৮) 
তিনি চট্টগ্রাম থেকে এসেছেন এবং রামপাল উপজেলার বাবুরহাট এলাকার সুমাইয়া বেগম (২০), তিনি ঢাকা থেকে এসেছেন।

নতুন শনাক্ত দুজনের বাড়িসহ ২০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সোমবার রাতে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়। সোমবার সন্ধ্যায় আইইডিসিআর থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে নতুন করে করোনা শনাক্ত এ দুজনের তথ্য জানায়।

জেলায় এ পর্যন্ত ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে দুজন মারা গেছেন। তিনজন সুস্থ্য হয়ে বাড়ি

ফিরেছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর