লালমনিরহাটে মন্ত্রীপুত্র’র উদ্যোগে ত্রাণ বিতরণ

লালমনিরহাটে মন্ত্রীপুত্র’র উদ্যোগে ত্রাণ বিতরণ

রেজাউল করিম মানিক, রংপুর

লালমনিরহাটের কালীগঞ্জে ঈদ উপলক্ষে মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান আহমেদের উদ্যোগে ত্রাণ বিতরণ করেছে অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী।

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রামিত হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ছেলে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাকিবুজ্জামান আহমেদ।

বুধবার সকাল ১০টায় রাকিবুজ্জামান আহমেদের উদ্যোগে অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে কে ইউ পি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ৩০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

উপকরণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু।

ত্রাণ বিতরণের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ভূপেন্দ্র নাথ রায়, উপজেলা যুবলীগের সভাপতি ও সংগঠনটির যুগ্ন সাধারণ সম্পাদক রেফাজ রাঙ্গা, বাউবির কো -অর্ডিনেটর আবু সায়েম, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমুখ।

অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মন্ত্রী পুত্র রাকিবুজ্জামান আহমেদ জানান, করোনা ভাইরাস একটি প্রাণঘাতি রোগ।

এ রোগ থেতে বাঁচতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনায় কর্মহীন মানুষের মাঝে ইতিপূর্বে কালীগঞ্জ-আদিতমারীতে ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মন্ত্রী।
আমিও ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে মানুষের দুঃখ কষ্টের ভাগিদার হতে চাই। মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর