সাতক্ষীরা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্ফান

সাতক্ষীরা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্ফান

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় আম্ফান সাতক্ষীরার উপকূলে আঘাত হেনেছে। বুধবার বিকেল ৪টার দিকে সাতক্ষীরা উপকূলে ২০-৩০ কিলোমিটার গতিতে আঘাত হানে আম্ফান। তবে ধীরে ধীরে আঘাতের মাত্রা বাড়ছে আম্ফানের।  

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, বুধবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টি পুরোদমে আঘাত হানবে উপকূলে।

বিকেল ৪টার দিকে সাতক্ষীরা উপকূলে ২০-৩০ কিলোমিটার গতিতে আঘাত হানার পর ধীরে ধীরে মাত্রা বাড়ছে আম্ফানের। বর্তমানে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। রাত ৮টার দিকে ঘণ্টায় গতিবেগ থাকবে ১৮০-২০০ কিলোমিটার।

এদিকে উপকূলীয় এলাকাসহ সাতক্ষীরায় ঝড় শুরু হয়েছে।

ঝড়ের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। এরই মধ্যে উপকূলের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে চলে গেছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল