প্রাথমিকভাবে আম্ফানের ক্ষয়ক্ষতি ১১০০ কোটি টাকা: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রাথমিকভাবে আম্ফানের ক্ষয়ক্ষতি ১১০০ কোটি টাকা: ত্রাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে প্রথামিকভাবে এক হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। চারটি মন্ত্রণালয়ের দেয়া প্রাথমিক হিসাব থেকে তা নিরূপণ কর হয়েছে। বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।  

আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী সার্বিক বিষয় নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এনামুর রহমান বলেন,  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয়, এই চার মন্ত্রণালয় আম্ফানের আঘাতে আমদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব দিয়েছে। সে হিসেবে প্রাথমিকভাবে প্রায় এক হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দেখা যাচ্ছে। এছাড়া অন্য যারা আছেন তারা রিপোর্ট দিয়েছেন তারা তেমন কোনও ক্ষয়ক্ষতির বিবরণ দেয়নি।

বুধবার (২০ মে) সন্ধ্যারাত থেকে বাংলাদেশের উপকূলে আঘাত হানে আম্পান।

এটি সারারাত দেশের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালিয়েছে। এরপর  বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৭টার পর শক্তি ক্ষয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। ওই সময় স্থল নিম্নচাপ হিসেবে রাজশাহীতে অবস্থান করছিল আম্পান।

এজন্য সকালেই মোংলা,পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।

নিউজ টোয়েন্টিফোর/কামরুল