বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৩ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে

ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৩ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ১ হাজার ছাড়িয়ে গেছে। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৯১০ জনের।

করোনা ভাইরাস সম্পর্কে সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে আজ শুক্রবার (২২ মে) সকাল পর্যন্ত এ তথ্য পাওয়া যায়।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।

সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার আর মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৭০২ জনের।  

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়া। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার। তবে রাশিয়ায় এখন পর্যন্ত  মৃতের সংখ্যা তুলনামূলক কম।

সেখানে মারা গেছেন ৩ হাজার ৯৯ জন।

যুক্তরাজ্যে  করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৯০৮ জন। আর মারা গেছেন ৩৬ হাজার ৪২ জন।

করোনা ভাইরাসে ধরাশায়ী ইউরোপের আরেক দেশ স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮০ হাজার ১১৭ জন। মারা গেছেন ২৭ হাজার ৯৪০ জন।

ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৬ জন। আর এখন পর্যন্ত মারা গেছেন ৩২ হাজার ৪৮৬ জন।

দক্ষিণ আমেরিকায় করোনায় সবচেয়ে বেশি আঘাত করেছে ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৯৬ হাজার ১১৩ জন। মারা গেছে ১৯ হাজার ১৫৬ জন।

এছাড়া ফ্রান্সে আক্রান্ত ২ লাখ ৮১ হাজার ৮২৬ জন।   মারা গেছে ২৮ হাজার ২১৬ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ৯১৮ জন ও মারা গেছেন ৮ হাজার ২৮২ জন।

পার্শ্ববর্তী দেশ ভারতে করোনায় আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ২২৬ জন। আর মারা গেছেন ৩ হাজার ৫৮৪ জন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল