দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে আগ্রহী পিটারসেন

দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে আগ্রহী পিটারসেন

নিউজ ২৪ ডেস্ক:

ইংল্যান্ডের হয়ে ২০১৩-১৪ মৌসুমে অ্যাশেজ সিরিজে হারের পর দল থেকে বাদ পড়েন পিটারসেন। তারপর আর তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। ইংল্যান্ডের হয়ে আর নয়, তবে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেভিন পিটারসেন।

ইংল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ক জানান, আমি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারি।

অনেকেই বলছেন, গত তিন বছর ধরে তুমি যেভাবে খেলছো, তাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা উচিত। আগামী দুই বছরে দক্ষিণ আফ্রিকায় অনেক ম্যাচ খেলব। তাই দেখা যাক কী হয়।

উল্লেখ্য, ৩৭ বছর বয়সি পিটারসেন গত তিন বছর ধরে বিশ্বের বিভিন্ন জায়গায় টি-২০ লিগে খেলছেন।

এখন তিনি ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ লিগে খেলছেন। তিনি ভাল পারফরম্যান্সও দেখাচ্ছেন। সেই কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। দক্ষিণ আফ্রিকায় জন্ম হওয়ায় প্রোটিয়াদের হয়ে খেলতে বাধা নেই পিটারসেনের। তাকে যদি ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দলে রাখা হয়, তাহলে তিনি খেলতেই পারেন।