সাদ এরশাদের দেহরক্ষীসহ ১০ জনের করোনা শনাক্ত

সাদ এরশাদের দেহরক্ষীসহ ১০ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রায়ত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য  রাহগির আল মাহি সাদ এরশাদের দেহরক্ষী সহ ৯জনের করোনা শনাক্ত হয়েছে।

গতকাল শনিবার রংপুর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদের দেহরক্ষীর নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

অন্য ৯ জনের রিপোর্টও পজিটিভ শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

 

তিনি বলেন, ‘আমাদের পিসিআর ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে একজন সাদ এরশাদের দেহরক্ষী। ’

‌‘রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে এখন পর্যন্ত ১৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এতে গাইবান্ধার চারজন, রংপুরের তিনজন, কুড়িগ্রামের দুইজন ও লালমনিরহাট জেলার একজনের করোনা শনাক্ত হয়েছে। ’

আক্রান্ত অন্যরা হলেন- গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ২৫ ও ৪৬ বছর বয়সী দুইজন, গোবিন্দগঞ্জ থেকে একজন (৪৮), সাদুল্লাপুরের একজন (২৫), লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স (২৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর একজন নারী (৪০), চিলমারীর এক পুরুষ (২৪), রংপুর পুলিশ লাইন্সের এক নারী এবং এক পুরুষ সদস্য।

উল্লেখ্য, রংপুর জেলায় বর্তমানে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৩৭২ জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর