হিলিতে জীবাণুনাশক টানেল স্থাপন

হিলিতে জীবাণুনাশক টানেল স্থাপন

অনলাইন ডেস্ক

দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হিলি হাকিমপুর পৌরসভার প্রবেশদ্বারে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

শনিবার বিকেলে হিলি পৌরসভা প্রাঙ্গণে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক এই জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন, ওসি আব্দুর রাজ্জাক আকন্দসহ অনেকে।

হিলি হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পৌরসভার উদ্যোগে চারটি জীবাণুনাশক টানেল আনা হয়েছে।

 

এর মধ্যে একটি হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটে, একটি হাসপাতালের গেটে, একটি উপজেলা পরিষদের সামনে ও একটি পৌরসভার প্রবেশদ্বারে বসানো হবে।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় করার জন্য ৪টি মসজিদের প্রবেশ দ্বারে এই চারটি জীবাণুনাশক টানেল স্থাপন করা হবে। এতে মুসল্লিরা জীবাণুমুক্ত হয়ে মসজিদে প্রবেশ করতে পারবেন ও নামাজ আদায় শেষে জীবাণু মুক্ত হয়ে বাড়িতে যেতে পারবেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল