সেলুনে চুল কেটে ১৪০ জনের করোনা শনাক্ত

সেলুনে চুল কেটে ১৪০ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

সেলুনে চুল কেটে অন্তত ১৪০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দোকানের দুই নরসুন্দর করোনার লক্ষণ নিয়েই সেলুনে টানা ৮ দিন ধরে কাজ করায় এমনটি হয়েছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এ ঘটনা ঘটে।

রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

মিসৌরির স্প্রিংফিল্ড-গ্রিন হেলথ ডিপার্টমেন্ট এক ঘোষণায় বলা হয়েছে, দ্বিতীয় একজন নরসুন্দরের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ফল এসেছে। মিসৌরির গ্রেট ক্লিপস সেলুনের এই নরসুন্দরের মাধ্যমে সেখানে সেবা নিতে আসা ৫৬ জন গ্রাহক সংক্রমিত হয়েছেন।

এর একদিন আগে, একই সেলুনের অপর একজন নরসুন্দরের মাধ্যমে ৮৪ গ্রাহক এবং সাতজন সহকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

কর্মকর্তারা বলেছেন, করোনার লক্ষণ নিয়েই কাজ করছিলেন ওই দুই নরসুন্দর।

এমনকি শরীরে করোনার লক্ষণ আছে কিংবা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে তা কর্তৃপক্ষকে জানায়নি তারা।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ শিথিল করে ব্যবসা-বাণিজ্য, অর্থনীতির চাকা সচল করার উদ্যোগ নেয়া হচ্ছে। তার মাঝে এ ধরনের কমিউনিটি ট্রান্সমিশন দেশটিতে করোনা বিস্তারের ঝুঁকির বিষয়টিকে সামনে নিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯৬ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১৬ লাখের বেশি।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর