গতি কেড়ে নিল দুই প্রাণ

গতি কেড়ে নিল দুই প্রাণ

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুরে ঈদের দিন সোমবার বিকেলে ঘুরতে গিয়ে মহাসড়কে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা আরো চারজন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে মাদারীপুর শহরের যাচ্ছিল কয়েকজন যুবক। এ সময় শহরের ইটেরপুল এলাকায় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো অবস্থায় মোড় ঘোড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে।

পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী শেখকে (৩০) মৃত ঘোষণা করেন। নিহত আলী মাদারীপুরের সিমান্তবর্তী গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার রাগদি ইউনিয়নে চরপ্রসন্দি গ্রামের সলেমান শেখের ছেলে।  

এ সময় মোটরসাইকেলে থাকা আরো দুজন আহত হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অপরদিকে বাগেরহাটের চিতলমারি থেকে পদ্মা সেতু দেখতে তিন যুবক মোটরসাইকেল নিয়ে শিবচরে আসে। সোমবার বিকেলে পদ্মাসেতু দেখে বাড়ি ফেরার পথে জেলার শিবচর উপজেলার বন্দরখোলা এলাকার দৌলতপুরে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং এর সাথে ধাক্কা লাগে। এতে মো. ডালিম শেখ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরো ২ জন আহত হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান বলেন, বিকেলের সাড়ে ৫টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকার দৌলতপুরে দুর্ঘটনাটি ঘটে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর