চট্টগ্রামে এক ল্যাবেই  করোনা শনাক্ত ১৭৯ জন

চট্টগ্রামে এক ল্যাবেই করোনা শনাক্ত ১৭৯ জন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আরো ১৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাত্র একটি পরীক্ষাগারে (ল্যাব) এসব রোগী শনাক্ত হয়।   পবিত্র ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার রাতে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

তিনি বলেন, অন্যান্য দিন চারটি ল্যাবে চট্টগ্রামে করোনা ভাইরাস পরীক্ষা হলেও সোমবার দুটি ল্যাবে মোট ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে বিআইটিআইডিতে ৫৫টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার কারও করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।

অপরদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষা হয়। এতে ১৭৯ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তাঁরা সবাই চট্টগ্রামের বাসিন্দা।

এরমধ্যে নগরের ১৬৭ জন এবং জেলায় ১২ জন। মাত্র এক ল্যাবেই একদিনে এটা এ পর্যন্ত সর্বাধিক করোনা শনাক্ত। এর আগে আর কোনো ল্যাবে একদিনে এতো অধিক সংখ্যাক করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়নি বলে জানা গেছে।   

এদিকে গতকাল সোমবারসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৮৭ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৯ জন এবং মারা গেছেন ৬০ জন।

এ দিন চট্টগ্রামের সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে  কোনো নমুনা পরীক্ষা হয়নি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল