শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষে ঝরল দুই প্রাণ

শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষে ঝরল দুই প্রাণ

অনলাইন ডেস্ক

ঈদের পরের দিন সিরাজগঞ্জের শাহজাদপুরে পুর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উভয় গ্রুপের ২০ জন।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার গুদিবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।   

নিহতরা হলেন- উপজেলার গুদিবাড়ী গ্রামের ময়দান আলীর ছেলে রিপন (৩৫) ও আক্কাছের ছেলে আশরাফুল (১৬)।

আহতরা হলেন- বাহারাম, হবিবর, গাজীউল, আশরাফুল, আক্তারসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন।
 
স্থানীয়রা জানান, উপজেলার কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি গ্রামে বাহারাম গ্রুপ ও শামসাদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন দ্বন্ধ চলছিল। আজ দুপুরে বাহারাম গ্রুপের রিপন বাড়ি থেকে বাইরে গেলে তাকে একা পেয়ে শামসাদ গ্রুপের লোকজন মারপিট করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এতে রিপনসহ অন্তত ২২জন আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রিপন এবং চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় আশরাফুল মারা যায়।  

এঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুইজন মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর