চাল আত্মসাত, ইউপি সদস্যের জেল-জরিমানা

চাল আত্মসাত, ইউপি সদস্যের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

খাদ্যবান্ধব সহায়তার চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়ার রায়েদ ইউনিয়নে।

অভিযুক্ত ওই ইউপি সদস্যের নাম মো. বোরহান উদ্দিন। তিনি কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, দীর্ঘ দিন যাবত সরকারি চাল আত্মসাত করছে এমন অভিযোগের প্রেক্ষিতে ঈদের পরদিন মঙ্গলবার রায়েদ এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। রায়েদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন খাদ্যবান্ধব সহায়তার সুফল ভোগকারীদের কার্ড আটকে রেখে গত ৬ মাস ধরে চাল উত্তোলন করে আত্মসাত করে আসছে ইউপি সদস্য মো. বোরহান উদ্দিন। এমন অভিযোগ হাতেনাতে প্রমাণিত হয়। এ সময় অভিযুক্ত ওই ইউপি সদস্যের বাড়ি থেকে কার্ড ও চাল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মেম্বারকে ২ মাসের কারাদণ্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা বলেন, সরকারি চাল আত্মসাত করে অবৈধ উপায়ে টাকা কামানো ঠিক নয়। অভিযুক্ত ওই ইউপি সদস্যকে দণ্ড দিয়ে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)