যেভাবে আগুন লাগে ইউনাইটেড হাসপাতালে

যেভাবে আগুন লাগে ইউনাইটেড হাসপাতালে

অনলাইন ডেস্ক

নিচ তলায় এসি বিস্ফোরণের কারণে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুন লাগে বলে আজ বুধবার রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল আহসান জানিয়েছেন।

তিনি বলেন, ‘নিচ তলায় এসি বিস্ফোরণের কারণে আগুন লাগে। আজ রাত ৯টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ২৫ মিনিটে।

হাসপাতালের ভেতর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই রোগীরা। ’

‘প্রচণ্ড ধোঁয়ায় ওই পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস’, যোগ করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর