পলিথিন নিয়ে টানাটানিতে উল্টে গেল নৌকা, নিখোঁজ ৪

পলিথিন নিয়ে টানাটানিতে উল্টে গেল নৌকা, নিখোঁজ ৪

হূমায়ুন কবীর সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে নববিবাহিত মেয়ের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে নৌকাযোগে বাড়ি ফেরার প‌থে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নুর ইসলাম (৫০) নামে একজনসহ আরো ৩ ব্যক্তি নিখোঁজ রয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ব্রহ্মপূত্র ও ধরলা নদীর সংযোজস্থলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের মেয়ে নাজমা খাতুনের (১৮) সাথে পার্শ্ববর্তী বুড়াবুড়ি ইউনিয়নের কলাকাটা নামানির চর এলাকার আব্দুল হইয়ের ছেরে আলমগীরের (২২) গত মঙ্গলবার বিয়ে হয়।

বুধবার বরের বাড়ি থেকে দাওয়াত খেয়ে মেয়ে পক্ষের প্রায় ৪৫‌/৫০জন লোক নৌকা নিয়ে বাড়ির ফিরতে রওনা দেন। প‌থে বৃ‌ষ্টি শুরু হ‌লে নৌকায় থাকা লোকজন বৃ‌ষ্টি ‌থে‌কে রেহাই পে‌তে প‌লি‌থিন নি‌য়ে টানাটা‌নি শুরু করে। এক পর্যায়ে নৌকা‌টি উ‌ল্টে যায়। এসময় অন‌্যান‌্য লোকজন সাঁত‌রিয়ে কিনারায় আসতে পার‌লেও কনের বাবা নুর ইসলাম (৫০) সহ চারজন নিখোঁজ হন।

নিখোঁরা হ‌লেন- যমুনা রায় পাড়া গ্রামের মৃত কেরামত উল্ল্যার ছেলে নুর ইসলাম (৫২), মৃত সোনাউল্লাহর পূত্র কামরুজ্জামান (৫৫) ও তৈয়ব আলীর স্ত্রী আমেনা বেগম(৫০)।

বু‌ড়াবু‌ড়ি ইউ‌পি চেয়ারম‌্যান আবু তা‌লেব সরকার ব‌লেন, খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে আস‌লেও ডুবুরি না থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি। ত‌বে স্থানীয় লোকজন তা‌দের উদ্ধা‌রের চেষ্টা চালা‌চ্ছে। রাত সা‌ড়ে ১০টায় রি‌পোর্ট লেখা পর্যন্ত কাউ‌কে উদ্ধার করা সম্ভব হয়‌নি।

থানার অ‌ফিসার ইনচার্জ মোয়া‌জ্জেম হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)