শিরোপা দখলের লড়াইয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

শিরোপা দখলের লড়াইয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ট্রান্স-তাসমান টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শিরোপা দখলের লড়াইয়ে নেমেছে ক্রি‌কে‌টের দুই চির পরাশ‌ক্তি অ‌স্ট্রে‌লিয়া ও নিউ‌জিল্যান্ড। অা‌রেক চিরপ্র‌তিদ্বন্দ্বী ইংল্যান্ড গ্রুপ পর্ব থে‌কে বিদায় নেওয়ায় আজ ব্ল্যাকক্যাপস‌দের মোকাবেলা করছে ক্যাঙ্গারুরা। অকল্যা‌ন্ডের ই‌ডেন প‌া‌র্কে বাংলা‌দেশ সময় দুপুর ১২ টায় শুরু হয়েছে দিবারাত্রীর ফাইনাল‌টি।  টসে জিতে ব্যাট নিয়েছে নিউজিল্যান্ড।

সর্বশেষ ২০১৫ বিশ্বকা‌পের ফাইনা‌লিস্ট ছি‌লো এই দুই দেশ। ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের সবকটি ম্যাচেই জয় পেয়ে আত্মবিশ্বাসের দিক দিয়ে টগবগে অস্ট্রেলিয়া। দুর্দান্ত ফ‌র্মে র‌য়ে‌ছে টপ অর্ডা‌রের প্র‌ত্যেক ব্যাটসম্যান। সদ্য বিগ ব্যা‌সের শ্রেষ্ঠ পারফরমারদের নি‌য়ে গড়া দল‌টি যেন এখন বিশ্ব‌সেরা।

অপরদিকে শিরোপার স্বাদ নিতে চায় লিগ পর্বে এক ম্যাচ জিতে রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওঠা নিউজিল্যান্ডও। ব্ল্যাকক্যাপস‌দের বাড়‌তি প্রেরণা শুধুমাত্র স্বাগতিক হওয়া। শেষ দুই ম্যা‌চে দারুন খেলা নিউ‌জিল্যা‌ন্ডের ও‌পেনার মা‌র্টিন গাপটিল ও ক‌লিন মুন‌রোর অাগ্রাসী ব্যা‌টিং এগি‌য়ে রাখ‌বে স্বাগ‌তিক‌দের। এছাড়া সোধী, ট্রেন্ট বোল্ট ও টিম সাউ‌দিও র‌য়ে‌ছেন দুর্দান্ত ফ‌র্মে।  

অ্যাশেজে ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লজ্জার হারকে সঙ্গী করে অস্ট্রেলিয়া। ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলেও, ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হারে অসিরা। তাই টেস্ট সিরিজ জয় ও ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ শুরু করে অসিরা।

নিজেদের মাঠে প্রথম তিন ম্যাচে ৭,৫ ও ৭ উইকেটে জয় পায় অসিরা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর ইংল্যান্ডকে পর পর দু’বার হারায় তারা। এমনকি নিউজিল্যান্ডের মাঠে গিয়ে বিশ্বরেকর্ড গড়ে তাদেরকে হারের লজ্জা দেয় অস্ট্রেলিয়া।

শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদি নিউজিল্যান্ডও। লিগ পর্বে মাত্র এক জয় পেলেও, ফাইনাল ম্যাচকে ভিন্নভাবে দেখছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। তিনি বলেন, লিগ পর্বের ম্যাচ আর ফাইনাল এক নয়। ফাইনাল ম্যাচের আবহ সবসময়ই ভিন্ন ধরনের থাকে। লিগ পর্বের স্মৃতি নিয়ে আমরা বসে নেই।

সব মিলিয়ে ট্রান্স-তাসমান ট্র‌ফি কার হা‌তে ওঠে সেটাই দেখার অ‌পেক্ষায় ক্রি‌কেট‌প্রেমীরা।

অস্ট্রেলিয়া দল : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, বেন ডরসুইস, ট্রাভিস হেড, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ডি’আর্চি শর্ট, বিলি স্তানলেক, মার্কস স্টোয়িনিস, এন্ড্রু টাই, এডাম জাম্পা।  

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, আনারু কিচেন, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর ও বেন ওয়েলার।

সম্পর্কিত খবর