রংপুরে জ্বর-শ্বাসকষ্টে যুবকের মৃত্যু

রংপুরে জ্বর-শ্বাসকষ্টে যুবকের মৃত্যু

রেজাউল করিম মানিক, রংপুর

রংপুরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সোহাগ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে নগরীর শালবন মিস্ত্রীপাড়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন তড়িঘড়ি করে তার দাফন সম্পন্ন করেছে।

সোহাগের বাবা জিল্লুর রহমান জানান, কয়েকদিন ধরে সোহাগ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই সাথে তার কিডনি ও ডায়াবেটিস সমস্যাও ছিল। করোনা আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়নি।

ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুন্নবী ফুলু।

তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সোহাগ কয়েকদিন ধরে  অসুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। পারিবারিক সিদ্ধান্তে মৃতের দাফন দ্রুত সম্পন্ন হওয়ায় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করতে পারেনি।

এদিকে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে রংপুর সিটি কপোরেশনের পক্ষ থেকে মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করছে কিনা তা তার জানা নেই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর