হাঁটু পানিতে ঈদের নামাজের ঘটনায় তদন্ত শুরু

হাঁটু পানিতে ঈদের নামাজের ঘটনায় তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার কয়রায় ঈদের প্রথম দিন হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়ের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার তদন্ত কমিটি ২নং কয়রায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা ওই এলাকার সাধারণ মানুষ ও পানির মধ্যে ঈদ জামাতে অংশ নেওয়া মুসল্লীদের সাথে কথা বলেছেন।

জানা যায়, পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে মুহূর্তে তা ভাইরাল হয়।

পক্ষে-বিপক্ষে নানা রকম মন্তব্যে বিষয়টিকে রাজনৈতিক আখ্যা দেওয়া হয়। এ ঘটনা আলোচিত-সমালোচিত হলে প্রকৃত ঘটনা জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, ঈদ জামাতের বিষয় নিয়ে গঠন করা তদন্ত কমিটি বৃহস্পতিবার সরেজমিনে এলাকার মানুষের সাথে কথা বলেছেন। ২নং কয়রায় বাঁধের পাশে পানিতে
অনুষ্ঠিত ওই নামাজে ইমামতি করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আ খম তমিজ উদ্দিন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর