অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু ১ জুন

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু ১ জুন

অনলাইন ডেস্ক

দেশে প্রথম করোনা ভাইরাসে রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এরপর সংক্রমণ বাড়ায় ২৬ মার্চ থেকে ঘোষণা করা হয় সাধারণ ছুটি। এরপর থেকেই মূলত দেশব্যাপী অঘোষিত লকডাউনই চলছিল।

এই ছুটি কয়েক ধাপে বাড়িয়ে করা হয় আগামী ৩০ মে পর্যন্ত।

করোনা পরিস্থিতি এখনও অবনতির দিকে যাচ্ছে। অবনতি হলেও থাকছে না সাধারণ ছুটি বা অঘোষিত ‘লকডাউন’।   আগামী ৩০ মে থেকে ১৫ জুন পর্যন্ত জনসাধারণের চলাচল সীমিতসহ ১৫ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার  (২৮ মে) ৬৬ দিনের ছুটি শেষে সরকারি ছুটি না বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এদিকে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর দেশের অভ্যন্তরীণ রুটে আবারও ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ১ জুন থেকে ফ্লাইট চালু হবে।

আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে জানান, ‘প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তা-ভাবনা চলছে। ’ 

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর