শরণখোলায় বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শরণখোলায় বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বলেশ্বের নদী তীরবর্তী পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল জাহিদ ফারুক।  

সুপার সাইক্লোন আম্ফানে এই বেড়িবাঁধটি ভেঙ্গে কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হবার পর বুধবার রাতে শরণখোলা উপজেলার সাউথখালী এলাকার গাবতলা এলাকা পরিদর্শন করেন তিনি।  

এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ২০০৭ সালে সুপার সাইক্লোন সিডর বিধ্বস্ত শরণখোলাবাসীর একটি দাবি ছিল- ‘ত্রাণ চাইনা- টেকসই বেড়িবাঁধ চাই’। তার অংশ হিসেবে এই বেড়িবাঁধটি নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে।

 

আশাকরি দ্রুতই নির্মাণ কাজ শেষ করে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুঃখকষ্ট লাঘব হবে। বেড়িবাঁধের বাকি অংশ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের সাথে সেনাবাহিনীও কাজ তদারকি করবে।  

এ সময় মো. আমিরুল আলম মিলন এমপি, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ,পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খানসহ সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল