দেখুন দেশে করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত

দেখুন দেশে করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত এ যাবতকালের সব রেকর্ড ছাড়িয়েছে গত ২৪ ঘণ্টায়। প্রথমদিকে রাজধানীতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি থাকলেও এখন তা বিভিন্ন জেলায় ছড়িয়েছে।  

নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৫২৩ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৮২ জন।

শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবে মোট ১২ হাজার ৩০১টি করোনা আক্রান্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩০১টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৫৯০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো— ঢাকা ১৫,৬২৬, চট্টগ্রাম ১,৯৪৮, নারায়ণগঞ্জ ১,৯১৭, কুমিল্লা ৬৮০, মুন্সীগঞ্জ ৬৫৫, গাজীপুর ৬১৮, কক্সবাজার ৪৭০, নোয়াখালী ৪১৭, ময়মনসিংহ ৪০৯, রংপুর ৩৯৪, সিলেট ২৩২, কিশোরগঞ্জ ২৩১, নেত্রকোনা ২১০, জামালপুর ২০৬, বগুড়া ১৯৬, নরসিংদী ১৭৫, গোপালগঞ্জ ১৬৫, হবিগঞ্জ ১৬৫, ফরিদপুর ১৪৭, যশোর ১৪৪, জয়পুরহাট ১৩৫, মানিকগঞ্জ ১৩২, ব্রাহ্মণবাড়িয়া ১১৫, দিনাজপুর ১১৫, মাদারীপুর ১০৭, চাঁদপুর ১০৭, লক্ষ্মীপুর ১০৪, মৌলভীবাজার ১০৩, নওগাঁ ১০২, সুনামগঞ্জ ৯৭, ফেনী ৯৬, নীলফামারী ৯০, শরীয়তপুর ৮৯, চুয়াডাঙা ৮৮, শেরপুর ৮৩, বরিশাল ৬৮, খুলনা ৬৭, রাজবাড়ী ৬৬, কুড়িগ্রাম ৬৪, রাঙ্গামাটি ৬৩, ঠাকুরগাঁও ৬১, রাজশাহী ৫৬, টাঙ্গাইল ৫১, নাটোর ৫১, চাঁপাইনবাবগঞ্জ ৪৯, ঝিনাইদহ ৪৮, বরগুনা ৪৪, পঞ্চগড় ৪০, সাতক্ষীরা ৪০, কুষ্টিয়া ৩৯, পাবনা ৩৭, গাইবান্ধা ৩৬, পটুয়াখালী ৩৬, লালমনিরহাট ৩৫, খাগড়াছড়ি ৩৫, ঝালকাঠী ২৭, নড়াইল ২৬, মাগুরা ২৪, পিরোজপুর ২৩, বান্দরবান ২২, বাগেরহাট ১৭, সিরাজগঞ্জ ১৭, ভোলা ১৪ ও মেহেরপুর ১২।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৫২ হাজার ২৪ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ৬ হাজার ২০২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫ লাখ ৭৯ হাজার ৮৭৭ জন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল