বিনম্র শ্রদ্ধায় মালয়েশিয়ায় ভাষা শহীদদের স্মরণ

সংগৃহীত ছবি

বিনম্র শ্রদ্ধায় মালয়েশিয়ায় ভাষা শহীদদের স্মরণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
বুধবার স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ দূতাবাসে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মহ. শহিদুল ইসলাম। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে বিশেষ মোনাজাত করা হয়।

মালয়েশিয়ার ট্যুরিজম সেন্টার (মেটিক) এ হাইকমিশনের অস্থায়ী স্মৃতিসৌধে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলামের নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তারা।

 

এর পর বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা। এ ছাড়া ফেনী সমিতি মালয়েশিয়া, ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি মালয়েশিয়া, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া ,চাঁদপুর জেলা সমিতি, যশোর জেলা সমিতি, প্রবাস কথা অনলাইন পোর্টাল, মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সম্পর্কিত খবর