কাপাসিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৫

কাপাসিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৫

শেখ সফিউদ্দিন জিন্নাহ্, গাজীপুর থেকে

গাজীপুরের কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পর আসামিদের দাপটে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলাকারীরা।

অভিযোগে জানা যায়, কাপাসিয়া উপজেলার তরগাঁও লাহুরী গ্রামের রফিজ উদ্দিনের বাড়িতে প্রতিপক্ষের ওবায়দুল কাদের ওরফে এবায়দুল্লাহর নেতৃত্বে ৯-১০ জন ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় গত ২৩ মে। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিপেটা করে পাঁচজনকে মারাত্মক জখম করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় জহিরুল ইসলাম, সবুজ, সাইফুল ইসলাম ও জহুরা বেগমকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এক সপ্তাহ ধরে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত রফিজ উদ্দিনের ছেলে রুহুল আমিন বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।  

কিন্তু মামলার পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তারা হুমকী দিচ্ছে বরে অভিযোগ পাওয়া গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর