মা ভাই-বোনসহ খুন হওয়া নূরা পেল জিপিএ ৫

মা ভাই-বোনসহ খুন হওয়া নূরা পেল জিপিএ ৫

অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে হত্যাকাণ্ডের শিকার সাবরিনা সুলতানা নূরা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। শ্রীপুরের জৈনাবাজার এলাকার হাজী আবদুুল কাদের একাডেমি স্কুল থেকে নূরা ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

স্কুলের প্রধান শিক্ষক শাহিন সুলতানা জানান, গতকালের ঘোষিত ফলাফলে নূরা জিপিএ-৫  পেয়েছে। নূরা বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।

তিনি বলেন, ‘এই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল নূরা। ওর এমন ফলাফল আমাদের কাছে প্রত্যাশিত ছিল। ওর স্বপ্ন ছিল চিকিৎসক হবে। কিন্তু একটি ঘটনার মধ্য দিয়ে সবই তো এখন অতীত।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল দিবাগত রাতে শ্রীপুরের আবদার গ্রামের নিজ বাসায় মালয়েশিয়া প্রবাসী রেজোয়ান  হোসেন কাজলের স্ত্রী স্মৃতি ফাতেমা (৩৮), বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওয়ারিন (১৩) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮) নৃশংসভাবে খুন হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর