যুক্তরাষ্ট্রে ২০ স্থানে বিক্ষোভে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রে ২০ স্থানে বিক্ষোভে গুলি, নিহত ২

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লোয়া রাজ্যে বিক্ষোভকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক তরুণীসহ দুজন নিহত হয়েছে।   গুলিবিদ্ধ হয়েছে একজন পুলিশ সদস্য। নিহত তরুণী তার বন্ধুদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন বলে জানা গেছে।

এমন গোলাগুলি ২০টি স্থানে ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ডাভেনপোর্ট মেয়র মাইক ম্যাটসন বলেছেন, অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছে। তার মধ্যে দু'জনই মারা গেছে। আর অন্য দু'জন চিকিৎসা নিচ্ছে।

তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা। এ ধরনের কাজের ইন্ধনদাতাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

নিহত তরুণী ইতালিয়া মেরি কেলির ফুফু নিউইয়র্ক পোস্টকে জানান, বন্ধুদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিল সে। তবে পেছন থেকে তাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে।

তার ফুফু অ্যামি হেলে বলেন, ইতালিয়া সবসময় হাসিখুশি ছিল। সবসময় তার মুখে হাসি লেগেই থাকতো।

পুলিশ বলছে, নর্থ পার্ক শপিংমলে আগুন ধরিয়ে দেওয়ার আগে বহু মানুষের ভিড় ছিল। পরে সেখানে গুলির শব্দ শোনা যায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)