চট্টগ্রামে আরও ২০৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ২০৬ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আরও ২০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ১১৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় ৮৭ জন রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্তের এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

গতকাল মঙ্গলবার রাতে তিনি বলেন, ২৪ ঘন্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে ২০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে বিআইটিআইডিতে ৫৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৮৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ৫৯ এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে ১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গতকাল পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত মোট রোগী ৩ হাজার ৩৯৪ জন।

গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, বিআইটিআইডিতে ২৫২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১১১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৫১ জন, কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রাম জেলার ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় মোট ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল