করোনা এক দিনে কাড়ল ৩ চিকিৎসকের প্রাণ

করোনা এক দিনে কাড়ল ৩ চিকিৎসকের প্রাণ

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই দিনে তিনজন চিকিৎসকের প্রাণহানি ঘটেছে। তারা হলেন- বারডেমের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন এবং ডিজি হেলথের অবসারপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল হক। এ ছাড়া চট্টগ্রামে আরেক চিকিৎসক করোনায় মারা যান।

মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

আজ বুধবার রাত ৯টার দিকে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহামম্মদ মহিউদ্দীন করোনা আক্রান্ত হয়ে আজ হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল রাত ১টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। ’

ডা. রাহাত আরও বলেন, ‘গতকাল শ্বাসকষ্ট নিয়ে ঢামেকের তিন নম্বর ওয়ার্ডে ভর্তি হন ডা. এ কে এম ওয়াহিদুল হক। পরে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ’

ডা. এ কে এম ওয়াহিদুল হক ডায়াবেটিস, হাইপারটেশন, পারকিনসনিজম ইত্যাদি রোগে ভুগছিলেন বলেও জানান রাহাত আনোয়ার।

এর আগে আজ সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মিডিসিন) ডা. এহসান। দুপুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাকালে তার মৃত্যু হয়।

ডা. রাহাত আনোয়ার জানান, আজ করোনায় মোট তিনজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ১৫ জন চিকিৎসক করোনায় মারা গেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর