জামালপুর-২ আসনের এমপি করোনায় আক্রান্ত

জামালপুর-২ আসনের এমপি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।   এছাড়া ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ জেলার নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা  ৩০৭ জনে দাঁড়াল।

 বুধবার (৩ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।

জেলার সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, সাংসদ ফরিদুল গত ১ জুন করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। বুধবার রাতে তার ফলাফল ‘পজিটিভ’ আসে। ৬৭ বছর বয়সী ফরিদুল আপাতত জামালপুরে নিজের বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।  

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-19 সংক্রমণ ধরা পড়ে।

এদের মধ্যে তিন জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তার রয়েছেন।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল