ঢাকা থেকে লালমনিরহাটে গিয়ে ড্রাইভারের মৃত্যু, বাড়ি লকডাউন

ঢাকা থেকে লালমনিরহাটে গিয়ে ড্রাইভারের মৃত্যু, বাড়ি লকডাউন

রেজাউল করিম মানিক, রংপুর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অসুস্থ অবস্থায় ঢাকা থেকে বাড়ি এসে করোনা উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়িতে মৃত্যু হয়।

সাবেদার হোসেন নামে ওই ব্যক্তি কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন।

মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছেন মেডিকেল টিম।

উপজেলার দক্ষিণ সিন্দুর্না গ্রামের মৃত তফসির সরদারের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, ওই ব্যক্তি করোনা উপসর্গ জ্বর সর্দি, কাশি নিয়ে কয়েক দিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। বাড়িতে ডাক্তারদের পরামর্শে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সে ঢাকায় এক কোম্পানির গাড়ি চালাতেন।

খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা মেডিকেল টিম ওই মৃত বক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে পাঠিয়েছে।

হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ওই ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাঈম হোসেন জানান, খবর পেয়ে আমাদের মেডিকেল টিম ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আজকে রংপুর ল্যাবে পাঠাবে।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর